নড়াইলে মাদক সেবনে বাধা দেওয়ায় মোছা. শান্তা বেগম (২৭) নামে এক গৃহবধূকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌবাহিনী (সিভিল) চাকরিরত স্বামী মো. রিফায়েত শেখের বিরুদ্ধে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০ টার দিকে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোছা. শান্তা বেগম নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত মো. রিফায়েত শেখ রামচন্দ্রপুর গ্রামের মো. আনছার শেখের ছেলে।
গৃহবধূ মোছা. শান্তা বেগম অভিযোগ করেন বলেন, ‘আমার স্বামী মাদকাসক্ত সেই সাথে মাদক কেনা-বেচা ও করে আমি এসবে বাধা দেওয়ায় আমাকে ঘরে আটকিয়ে পিঠিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এসব নিয়ে তিনি প্রায়ই আমাকে মারধর করেন। আর এসব মাদক কেনা-বেচায় ওনার পরিবারের লোকজন ওনাকে সাপোর্ট দেয়। আমি ওনাদের সবার নামে মামলা করব, আমি এর বিচার চাই।’
ওই গৃহবধূর মা মোছা. মনিরা বেগম বলেন, ‘জামাই রিফায়েত শেখ মাদকাসক্ত তাকে মাদক সেবনে বাধা দেওয়ায় আমার মেয়েকে ঘরে আটকিয়ে বেধড়ক পিটিয়েছে। মাঝে মাঝেই এভাবে মারধর করে। আমি এর উপযুক্ত বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত মো. রিফায়েত শেখ মুঠোফোনে বলেন, ‘আমি মাদকাসক্ত নই। আমার স্ত্রী আমার মাকে গালাগালি করছিল তাই স্বামী হিসাবে তাকে শাসন করছি মাত্র।’
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’


