ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আরবান ইয়ুথ ক্লাইমেট কনফারেন্স ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৪:৪১ পিএম
আরবান ইয়ুথ ক্লাইমেট কনফারেন্স ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত । ছবি- সংগৃহীত

আজ ঢাকার ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে সফলভাবে অনুষ্ঠিত হলো আরবান ইয়ুথ ক্লাইমেট কনফারেন্স ২০২৫। এ সম্মেলনে অংশ নেন তরুণ নেতা, জলবায়ুকর্মী, বিশেষজ্ঞ এবং কমিউনিটি প্রতিনিধিরা, যেখানে বাংলাদেশের নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের জরুরি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

এই আয়োজন করে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক), যেখানে সমন্বয়কারী ও নগর গবেষক মো. জাহাঙ্গীর আলম নেতৃত্ব দেন। সহযোগিতায় ছিল চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (সিডব্লিউএফ), যার পরিবেশবিদ ও চেয়ারম্যান শাহ্ ইসরাত আজমেরী অংশ নেন।

অংশীদারিত্বে ছিল ইনস্টিটিউট অফ ওয়েলবিয়িং বাংলাদেশ (আইডব্লিউবি) এবং সহায়তায় ছিল ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট, যার পরিচালক গাউস পিয়ারি উপস্থিত ছিলেন।

এই আয়োজন করে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক), যেখানে সমন্বয়কারী ও নগর গবেষক মো. জাহাঙ্গীর আলম নেতৃত্ব দেন।

আরবান ইয়ুথ ক্লাইমেট কনফারেন্স ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত।  ছবি- সংগৃহীত

তিনি বলেন, নগর উন্নয়নের পরিকল্পনা করতে হলে অবশ্যই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় নিতে হবে। তরুণরা এই পরিবর্তনের অগ্রভাগে রয়েছে, তাই তাদের মতামত নীতি নির্ধারণে প্রতিফলিত হওয়া অত্যন্ত জরুরি।

সহযোগিতায় ছিল চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (সিডব্লিউএফ), যার পরিবেশবিদ ও চেয়ারম্যান শাহ্ ইসরাত আজমেরী অংশ নেন।

তিনি বলেন, শিশু ও তরুণদের ভবিষ্যৎ রক্ষার জন্য এখনই পরিবেশবান্ধব নীতি গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশকেই নয়, শিক্ষা ও স্বাস্থ্যকেও গভীরভাবে প্রভাবিত করছে।

আরবান ইয়ুথ ক্লাইমেট কনফারেন্স ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত।  ছবি- সংগৃহীত

অংশীদারিত্বে ছিল ইনস্টিটিউট অফ ওয়েলবিয়িং বাংলাদেশ (আইডব্লিউবি) এবং সহায়তায় ছিল ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট, যার পরিচালক গাউস পিয়ারি উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের জন্য কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই নগর গড়ে তোলা সম্ভব নয়।