পল্লী সঞ্চয় ব্যাংকের ময়মনসিংহ বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের পারফরম্যান্স ভিত্তিক উৎসাহমূলক পুরস্কার প্রদান এবং ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক কর্মপরিকল্পনা গ্রহণবিষয়ক ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এবং পল্লী সঞ্চয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের মনিটরিং কর্মকর্তা ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মাসুদ রানা, জেলা (আঞ্চলিক) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং সকল শাখা ব্যবস্থাপকগণ।
২০২৩-২৪ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে মাঠপর্যায়ের নির্বাচিত কর্মকর্তা/কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্মেলনে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম, শাখাভিত্তিক কর্মদক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আগামী অর্থবছরে আরও গতিশীল ও সেবামুখী কর্মকৌশল গ্রহণের প্রতিশ্রুতি দেন।
পল্লী সঞ্চয় ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এস. এম. সাইফুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।