অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের উপস্থিতিতে পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) পল্লী সঞ্চয় ব্যাংকের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ রুমে আয়োজিত এ কর্মসূচিতে পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মো. আব্দুল খালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।