ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

‘মানুষের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে’

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:১০ পিএম
বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেনী সদর আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান বিপ্লব বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের খাইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

মশিউর রহমান বিপ্লব আরও বলেন, কারণ বিএনপি জনগণের ভোটে বিজয় লাভ করে। অন্যান্য রাজনৈতিক দলের মতো দিনের ভোট রাতে সিল মেরে ক্ষমতায় আসীন হয়নি বিএনপি। কোনো কারচুপি কিংবা জালিয়াতিও বিএনপি করে না।

মশিউর রহমান বিপ্লব বলেন, ঢাকসুর নির্বাচনে আরেকটি ষড়যন্ত্রকারী দল জনগণের ম্যান্ডেট ছিনিয়ে নিতে পেরেছে। এতে আমাদের রাজনৈতিক কর্মীদেরও ব্যর্থতা আছে। আপনার-আমার ঘর সুরক্ষার দায়িত্ব অন্য কারও নয়, সম্পূর্ণ আমাদের। যদি আমরা তা করতে ব্যর্থ হই, তবে চোর সিধ কেটে সফলভাবে চুরি করলে এর দায় শুধু চোরের ওপর চাপানো যাবে না। 

তিনি আরও বলেন, এই ব্যর্থতা মাথায় রেখে কৌশল ও কর্মপরিকল্পনা গ্রহণ করে সামনে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে জনগণের মন জয় করতে হবে। এতে জনগণের সমর্থন বাড়বে। ফলে আগামী নির্বাচনগুলো সুগম করা গেলে ডাকসুর নির্বাচনে পরাজয় কোনো হতাশা বয়ে আনবে না।

নেতাকর্মীদের উদ্দেশে বিপ্লব বলেন, বিএনপির পক্ষে সকল নেতাকর্মীকে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। বিএনপি জনগণের দল, তাদের আস্থা ও ভালোবাসার ঠিকানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। 

এ ছাড়াও  অন্যান্যর মধ্যে  অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম আহ্বায়ক তপন কর, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু, স্বেচ্ছাসেবক দলে সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-কোষাধ্যক্ষবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।