ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

শনিবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৮:৫০ এএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ ১ নভেম্বর ২০২৫ ইংরেজি, চলুন দেখে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে আপনার রাশি কী বার্তা দিচ্ছে।

মেষ রাশি

আজ ব্যবসায়িক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। দৈনন্দিন খরচের মাত্রা বাড়তে পারে। কর্মস্থানে স্থানান্তর বা ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্যে মতবিরোধ বাড়তে পারে।

বৃষ রাশি

বিবেচনাহীন লগ্নিতে ক্ষতির সম্ভাবনা রয়েছে। অযথা আইনি সমস্যায় জড়ানোর আশঙ্কা রয়েছে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন পথ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সুনামহানির চেষ্টা হতে পারে। উপার্জনের নতুন পথ পেতে পারেন।

মিথুন রাশি

আজ আয় মন্দ হবে না। সঞ্চয়ের পরিমাণ বাড়বে। কর্মক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বাড়বে। অকারণে সুনামহানি হওয়ার আশঙ্কা থাকছে। কাউকে আর্থিক সাহায্য করলে সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য সম্পর্ক তিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে।

কর্কট রাশি

আজ হিতৈষী ব্যক্তির সান্নিধ্যে হঠাৎ আসা বিপদ থেকে রক্ষা পেতে পারেন। মানসিক চাঞ্চল্য বাড়বে। ফাটকা ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থ ব্যয় হতে পারে। ইলেকট্রনিক্স ও শৌখিন দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে।

সিংহ রাশি

বিজ্ঞান ও গবেষণামূলক কাজে নতুন দিশা পেতে পারেন। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। গুরুজনের স্বাস্থ্যজনিত কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে। যৌথ ব্যবসা থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। সামাজিক কাজে অর্থব্যয় হবে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন।

কন্যা রাশি

আজ আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কষ্টকর হবে। পুরোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও আপনাকে নমনীয় থাকতে হবে। জলবাহিত রোগের সংক্রমণ বাড়তে পারে। আপনার বক্তব্যের ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি

অবিবাহিতদের বিয়ের যোগাযোগে বাধা আসতে পারে। প্রিয় বন্ধুর বিপদ হতে পারে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে। ভ্রমণে গিয়ে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। মাতৃস্থানীয়া মহিলার স্বাস্থ্যহানির যোগ রয়েছে। ন্যায্য প্রাপ্তিতে বাধা পেতে পারেন।

বৃশ্চিক রাশি

দীর্ঘমেয়াদী রোগভোগের সম্ভাবনা বাড়বে। সঠিক পরিকল্পনার অভাবে খরচ বাড়তে পারে। নতুন কিছু উদ্যোগ শুরু করার জন্য আজ শুভ সময়। অসাবধান কথাবার্তায় সম্পর্ক তিক্ত হতে পারে। একাধিক উৎস থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

আজ সঙ্গীতশিল্পীদের সুনাম বাড়বে। অজানা কিছু সমস্যা কর্মক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। চিকিৎসা সংক্রান্ত কারণে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। প্রলোভনে পড়ে প্রতারিত হতে পারেন। ঋণ সংক্রান্ত আর্থিক ঝামেলা এড়িয়ে চলুন। অনিয়মিত খাওয়া-দাওয়া করায় শরীর খারাপ হতে পারে।

মকর রাশি

দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আজ পেতে পারেন। সন্তানপ্রাপ্তির সুখবর আসতে পারে। নতুন কর্মপ্রাপ্তির সংযোগ হতে পারে। জীবনে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন। যৌথ ব্যবসার বিনিয়োগ আপনার ক্ষেত্রে লাভজনক হবে। কর্মক্ষেত্রের বদলি হওয়ার সম্ভাবনা থাকছে।

কুম্ভ রাশি

সাংসারিক কাজের ঝঞ্ঝাট বাড়তে পারে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন এবং গুরুদায়িত্ব আপনার কাঁধে আসবে। ব্যক্তিগত সমস্যায় বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দাম্পত্যে অশান্তি বাড়বে।

মীন রাশি

আজ অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হতে পারে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি হতে পারে। নিকট আত্মীয়ের স্বাস্থ্যহানির খবর পেতে পারেন। দাম্পত্যে মনোমালিন্য বাড়তে পারে। জ্ঞাতিশত্রুতার কারণে সুনামহানি হতে পারে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন।