ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীতে পানির বিরোধে চাচার হাতে দুই ভাজিতা খুন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:৪৩ পিএম
ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি- রূপালী বাংলাদেশ

নরসিংদীর শিবপুরে টিউবওয়েলের পানি নিয়ে বিরোধের জেরে আপন চাচার হাতে নির্মমভাবে খুন হয়েছেন দুই সহোদর।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন অলিলুল ইসলাম সোহাগ (৪০) ও তার ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানা (৩৪)। তারা বৈলাব গ্রামের আসাদুজ্জামান মিন্টু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মো. মামুন মিয়ার সঙ্গে তার ভাই মিন্টু মিয়া ও তার ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন মামুন মিয়ার বাড়ির টিউবওয়েলের পানি মিন্টু মিয়ার বাড়িতে গেলে তা নিয়ে সোহাগ ও রানার সঙ্গে মামুনের কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে সোহাগ ও রানা তাদের চাচা মামুন মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে মামুন মিয়া ঘর থেকে দা এনে তার ছেলে দিদার মিয়াকে সঙ্গে নিয়ে দুই ভাতিজাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। গুরুতর আহত অবস্থায় রক্তক্ষরণে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিবপুর থানার ওসি মো. আফজাল হোসাইন বলেন, ‘অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’