ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক দুই 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ১১:১৭ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের নাওজোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাসন থানা বিএনপি সভাপতির ভাই তসলিম সিরাজ ও তার ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজি: আর্টিলারির নেতৃত্বে এ যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এ সময় নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মুশফিককে (২৭) গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল মধ্যরাতে বাসন থানাধীন নাওজোর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী।

এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে আটক করা হয়। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাঁসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

বাসন থানার ওসি মো. শাহীন খান বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।