ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

জাতির মেরুদণ্ডই হলো শিক্ষা: লক্ষ্মীপুর ডিসি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:৪৯ পিএম
বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার বলেছেন, ‘আমরা পড়েছি এবং আপনারাও পড়ছেন—শিক্ষা জাতির মেরুদণ্ড, এতে কোনো সন্দেহ নেই। আমি আরেকটু যুক্ত করে বলতে চাই, জাতির মেরুদণ্ডই হলো শিক্ষা। অর্থাৎ শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা।’

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা প্রশাসক বলেন, ‘অনেক পেশা আছে, কিন্তু তারা সে পেশাকে উপলব্ধি করতে পারেনি। কিন্তু আপনারা পেরেছেন। কারণ শিক্ষকের মতো এমন মহৎ পেশা পৃথিবীতে আর নেই। শিক্ষা হলো একটি মহৎ পেশা। শিক্ষকরা সমাজের দর্পণ, মানুষ গড়ার কারিগর। এটা শিক্ষকদের সবচেয়ে বড় গুণ।’

নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাই এখন আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আপনারাই হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষক ও প্রশাসন একসঙ্গে কাজ করলে পাঠদান কার্যক্রম আরও উন্নত হবে। তাহলে আগামীর প্রজন্মের ভবিষ্যৎ আরও সুন্দর হবে।’

এ সময় বিশেষ অতিথি ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাইলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।