ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

অপহৃত ইউপি চেয়ারম্যান ৭ ঘণ্টা পর উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:২৬ পিএম
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াকে অপহরণের ৭ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জহিউর নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে তাকে অপহরণ করা হয়। এরপর রাত ৯টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ।

আটক অপহরণকারী জহিউর বরগুনার বামনা থানার গলাঘাটা এলাকার মিজানুর রহমানের ছেলে। 

জানা যায়, বুধবার বেলা ২টার দিকে নাসির মিয়া ও তার ড্রাইভার আশিককে ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নেয় দুর্বৃত্তরা। পরে প্রাইভেটকারটি স্থানীয়ভাবে ফেলে যায়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকা-মাওয়া রোডের মাওয়া এলাকা থেকে চেয়ারম্যানকে উদ্ধার করা হয়।

নাসির মিয়ার ছোট ভাই নুর আলম ভুইয়া জানান, নাসির মিয়া গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি জানান, আজ নাসির মিয়া তার প্রাইভেট গাড়িতে করে ভুলতা এলাকার আজিজ মার্কেন্টাইল ব্যাংকে কাজে যান। কাজ শেষে ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ডিবি পরিচয়ে নাসির মিয়া ও তার গাড়ির চালক আশিককে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এ সময় অপহরণকারীরা নাসির মিয়ার মালিকানাধীন প্রাইভেটকারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, অপহরণকারীরা নাসির মিয়া ও তার চালক আশিককে নিয়ে ৩০০ ফিট হয়ে ঢাকার দিকে চলে যান।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান জানান, অপহৃত নাসির মিয়াকে মাওয়া রোডের মাওয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় জহিউর নামের এক অপহরণকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক জহিউরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।