ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

গায়ে ধাক্কা লাগায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০১:৫৩ এএম
ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উচালিয়াপাড়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু’র মিছিলে অংশ নিতে উচালিয়াপাড়া এলাকায় জড়ো হন একদল নেতাকর্মী। এ সময় মুজাহিদুল ইসলাম নামে এক যুবকের গায়ে ধাক্কা লাগে অন্য এক যুবকের। এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় কথা-কাটাকাটি।

পরিস্থিতি মীমাংসায় এগিয়ে গেলে বিএনপি কর্মী মোশাররফ হোসেনকে মারধর করেন মুজাহিদ। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষ থামাতে পুলিশ চেষ্টা চালায়, কিন্তু পরে সৈয়টুলা ও উচালিয়াপাড়া- দুই এলাকার লোকজনের মধ্যেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘আমার সভাস্থল থেকে একটু দূরে ঘটনাটি ঘটেছে। আমার কর্মী মোশাররফকে মারধর করেছেন মুজাহিদ নামের এক যুবক। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।’

এ বিষয়ে ওসি মোরশেদুল আলম জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতাও চাওয়া হবে।’