ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মাকে রক্তাক্ত করার দায়ে ছেলের ছয় মাসের কারাদণ্ড

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০১:২৮ এএম
ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগে হাফিজুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার পুটিমারি ইউনিয়নের ভেড়ভেড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর থেকেই হাফিজুল তার মায়ের খোঁজখবর নিতেন না। অসহায় হয়ে ওই নারী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সহায়তায় জীবনযাপন করছিলেন।

বুধবার রাতে মা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হলে বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বৃহস্পতিবার ভোরে মা ঘুম থেকে উঠে ছেলেকে ডাকলে ক্ষিপ্ত হয়ে হাফিজুল তাকে মারধর করেন। এক পর্যায়ে সাইকেলের চেইন দিয়ে আঘাত করলে তার শরীর রক্তাক্ত হয়ে যায়।

খবর পেয়ে ইউএনও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর বক্তব্য গ্রহণ করেন এবং প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিললে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এরপর আইনের আওতায় হাফিজুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও প্রীতম সাহা বলেন, একজন মা সমাজের সবচেয়ে নিরাপদ আশ্রয়। তাকে নির্যাতন করা শুধু আইনবিরোধী নয়, চরম মানবিকতারও অবমাননা। অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে শাস্তি দেওয়া হয়েছে।