ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

পুনরায় এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:৩৫ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি- সংগৃহীত

বিভাজনের প্রায় আট বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ পুনরায় একত্রিত করা হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ ‘রুলস অব বিজনেস ১৯৯৬’-এর ক্ষমতাবলে উভয় বিভাগকে পুনর্গঠন করে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ নামে প্রজ্ঞাপন জারি করেছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদন রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানের চিঠির মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, উভয় বিভাগের কাজের ব্যাপকতা, সমন্বয় এবং কার্যকারিতা বৃদ্ধির জন্য জনস্বার্থে এই একত্রীকরণ করা হয়েছে। ২০১৭ সালের জানুয়ারিতে সুবিধার যুক্তিতে মন্ত্রণালয় দুই ভাগে বিভক্ত হয়েছিল।

জননিরাপত্তা বিভাগের অধীনে পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার রয়েছে।

অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগের অধীনে বহিরাগমন ও পাসপোর্ট, কারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে।

বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এই একীভূতকরণের বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। বর্তমানে সিনিয়র সচিব নাসিমুল গনি উভয় বিভাগের দায়িত্ব পালন করছেন।