ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

টেম্পু স্ট্যান্ডের কথা বললেই একটি দলকে বুঝা যায়: রাকসু ভিপি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১০:২৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, একটি দলের জিআই পণ্য হয়ে গেছে চাঁদাবাজি। চাঁদাবাজি বললেই বোঝা যায় কোন দল। টেম্পু স্ট্যান্ডের কথা বললেও একটি দলকে সহজেই বুঝা যায়।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের আদিতমারী জিএস সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ছাত্র, যুব ও নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাকসু ভিপি বলেন, রংপুরের পিছিয়ে পড়া জেলাগুলোকে বঞ্চিত করা হয়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা হয়েছে। কৃষিখাতেও নানাভাবে বঞ্চনা করা হয়েছে। তিস্তার পানি বারবার দিতে চেয়েও দেওয়া হয়নি। নানা রকম বঞ্চনা করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির নেতারা নিজেদের পকেটই ভরেছেন, জনগণের জন্য কিছুই করেননি।

বিএনপির সমালোচনা করে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, তোমরা তোমাদের কেন্দ্রীয় নেতাদের থামাও— যারা জিয়ার আদর্শ বললেও ইসলামবিদ্বেষী বক্তব্য দেয়। ইসলামকে আঘাত করলে তোমাদের নিচের স্তরের জনশক্তিগুলো তোমাদের ছেড়ে যাবে। জিয়ার আদর্শ মানে ইসলামবিদ্বেষ নয়।

রাকসু ভিপি আরও বলেন, সংগ্রাম করতে করতে আমরা জীবন শেষ করব। জুলাই বিপ্লবের আগে আমাদের ২৩৪ জন ভাইকে শহীদ করা হয়েছে। আমরা মৃত্যুকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের জামায়াত প্রার্থীর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।

লালমনিরহাট-৩ আসনের জামায়াত প্রার্থী, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রশিবির সভাপতি আশরাফুল আলম সলেহীন, কালীগঞ্জ উপজেলা জামায়াত সভাপতি মওলানা রুহুল আমিন, সেক্রেটারি জয়নাল আবেদীন এবং জেলা যুব ও কর্ম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।