ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবির চৌগাছা উপজেলা সমিতি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১১:০২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ যশোর জেলার চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং ২০২০-২১ সেশনের প্রবীণদের বিদায় দিতে এই আয়োজন করা হয়।

শনিবার (0৬ নভেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধভূমিতে এক জাঁকজমক আয়োজনে বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের। 

কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ প্রবীণদের হাতে ক্রেস্ট তুলে দেন।

চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমাইয়া খাতুন বলেন, 'নবীনবরণ অনুষ্ঠান আমাদের পরিবারের এক মিলনমেলা। এ বছর আমরা সবার আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমে অনেক বড় পরিসরে এই আয়োজন সম্পন্ন করেছি। চৌগাছা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধন ও সহমর্মিতা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সমিতি সবসময় নবীনদের পাশে থাকবে। আমাদর সিনিয়র ভাই-বোন এবং শিক্ষকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। তাদের পেয়ে আমরা আনন্দিত। ভবিষ্যতেও সবার সহযোগিতা পেলে আমরা আরও বড় ও সমৃদ্ধ আয়োজন করতে পারব।'

চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আব্দুর সবুর (মাহিম) বলেন, 'নবীনবরণ আমাদের জন্য শুধু একটি অনুষ্ঠান নয়, এটি উপজেলা সমিতির শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি উদ্যোগ। এ বছর আমরা সমিতির সদস্যদের সহযোগিতা, সিনিয়রদের দিকনির্দেশনা একটি সফল অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। এটি আমাদের ঐক্যের প্রতিফলন। আমি আশা করি, এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও বড়, সৃজনশীল ও অনুপ্রেরণামূলক আয়োজন করতে পারব।'

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. শরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী ও যশোর চৌগাছার এবিসিডি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, ড. জহুরুল হক, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও চৌগাছা হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আশরাফুজ্জামান।