নরসিংদীর শীলমান্দি উপজেলার একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি এবং নরসিংদী সদর ফায়ার সার্ভিসের দুটিসহ চার ইউনিট এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি৷
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।

