ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

মধ্যরাতে উত্তপ্ত তেজগাঁও কলেজ ছাত্রাবাস

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৪৭ এএম
ছবি- সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে ওই ছাত্রাবাসে  ছাত্রদের মধ্যে এই উত্তেজনা দেখা যায়।

জানা গেছে, মধ্যরাতে ছাত্রদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে- ‘সন্ত্রাসীদের আস্তানা, চলবে না, চলবে না’, ‘সন্ত্রাসীদের হামলা কেন, জবাব চাই, জবাব চাই।’

এ ঘটনার পর ছাত্রাবাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনার সঠিক কারণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

উল্লেখ, উত্তেজিত ছাত্রদের একটি মিছিল এই মুহূর্তে তেজগাঁও কলেজে এলাকায় অবস্থান করছে।