ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

ঐক্য ছাড়া জাতি কোনোদিন অগ্রসর হতে পারে না: অধ্যাপক মুজিবুর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১০:১৭ পিএম
বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

ঐক্য ছাড়া কোনো জাতি কখনো অগ্রসর হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ‘অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তাদের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে।’ 

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, ‘রাজনৈতিক বিভাজনের মাধ্যমে আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করে দেশে রাজতন্ত্র কায়েম করতে চেয়েছিল। স্বাধীনতার পর ক্ষমতাসীন দলগুলো কেউ বাকশাল, কেউ স্বৈরশাসন, আবার কেউ একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করেছে। এজন্য তারা বিরোধী দল-মতকে দমন-নিপীড়নের পথ বেছে নিয়েছিল।’

শনিবার (৬ ডিসেম্বর) ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠে ড. আব্দুল মান্নান প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘৫ আগস্ট পরবর্তী জাতি আর বিভাজনের রাজনীতি দেখতে চায় না। জাতি সুখী–সমৃদ্ধ, বৈষম্যহীন, কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়তে চায়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি বন্ধ করবে এবং জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।’

মাদক ও খেলাধুলা প্রসঙ্গে তিনি বলেন, খেলাধুলা মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে, আর মাদক তা নষ্ট করে। “সুস্থ জাতি গঠনে মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। অথচ বিগত সরকারগুলোর দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে যুব উন্নয়নে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থাকলেও মাঠপর্যায়ে এর কার্যক্রম দৃশ্যমান নয়; যুব উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট হয়েছে,”—মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম বিস্তৃত করবে এবং প্রত্যন্ত অঞ্চলে তা ছড়িয়ে দেবে। যুবকরা সমাজ পরিবর্তনের হাতিয়ার। তাই তাদের রাষ্ট্রের সম্পদে রূপান্তর করে বাংলাদেশকে একটি উন্নত ও শক্তিশালী জাতি হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরা হবে।’ তিনি যুবসমাজকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান আলোচক ও ঢাকা–৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, ‘যুব সমাজের বার্তা হলো—আমরা মাদককে ‘না’ বলতে চাই। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে যুব সমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে তরুণরা, আর তাদের নেতৃত্বের গুণে গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা–৬ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কামরুল আহসান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাতীয় পুরজয়গ্রার খেলোয়াড় কায়সার হামিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন দল কোতোয়ালি স্পোর্টিং ক্লাব এবং রানার্সআপ দল কবি নজরুল কলেজ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।