ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন উপলক্ষে ছুটির সিদ্ধান্তে পরিবর্তন

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:০১ এএম
ডাকসু ভবন। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে ফের নতুন সিদ্ধান্ত এসেছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন। 

তিনি বলেন, ‘শুধু ভোট গ্রহণের দিন আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।’

এর আগে ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ডাকসু ও হল সংসদ নির্বাচনের কারণে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট চার দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। 

কিন্তু প্রার্থীদের অসন্তোষ এবং লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ১ সেপ্টেম্বর এই সিদ্ধান্ত পরিবর্তন করে। নতুন নির্দেশনায় বলা হয়, আগামী ৭ সেপ্টেম্বর সব ক্লাস ও পরীক্ষা চলবে এবং ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

তবে আজ আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত পরিবর্তন করে ছুটির দিন একদিনে সীমিত করেছে। এখন কেবল ভোট গ্রহণের দিন ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। প্রশাসনের এই পরিবর্তন প্রার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, নির্বাচনের প্রস্তুতি, প্রচারণা ও ভোট গ্রহণের দিনে ক্লাস বন্ধ রাখার বিষয়টি অবশ্যই প্রয়োজন, তবে বারবার পরিবর্তন শিক্ষার্থীদের জন্য বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, ভোটের দিন নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন হবে এবং শিক্ষার্থীরা ভোট প্রদান ও নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণে সুবিধা পাবে।