ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) জিরো পয়েন্ট এলাকায় এই সংঘর্ষে ঘটনা ঘটে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের সমর্থক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মো. ইসমাইল, মো. তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মো. সোহেল, মৃধুল, তৌহিদ, পাপ্পু ও মো. হোসেন গুরুতর আহত হন।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে চিথলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক।
পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক বলেন, ‘গ্রাম থেকে শহরে এসে কেউ বিশৃঙ্খলা করলে তা মেনে নেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বলেন, ‘দলীয় কোনো গ্রুপিং নেই। যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
পরশুরাম মডেল থানা ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।