ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

রাবির ৯১ ছাত্রীকে নিয়ে ছাত্রদল নেতার অশালীন মন্তব্য

রাবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:৩৫ পিএম
অভিযুক্ত ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলন। ছবি- সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জুলাই-৩৬ হলের ৯১ নারী শিক্ষার্থীরা রাতে দেরিতে ফেরায় অফিসে তলব করে নোটিশ দেন হল প্রাধ্যক্ষ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করা ফটোকার্ডের নিচে ‘এগুলো ছাত্রী নয়, এগুলো বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলে অশালীন মন্তব্য করেছেন শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান মিলন। 

মিলন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং সিরাজগঞ্জের বাসিন্দা। তার এই মন্তব্য মুহূর্তেই পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এবং তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। 

নারী শিক্ষার্থীদের অবমাননাকর এই বক্তব্যকে অনেকেই ‘অগ্রহণযোগ্য’ ও ‘কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়েছেন। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনার পর সমালোচনার মুখে পড়া মিলন তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেন। বিষয়টি জানার জন্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। নারীদের নিয়ে বাজে মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘যেকোনো নারী শিক্ষার্থীকে অবমাননাকর মন্তব্য করা আমরা কখনোই মেনে নেব না। প্রয়োজনে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জেন্ডার ডিসক্রিমিনেশন আমরা মানব না। কুরুচিপূর্ণ মন্তব্যকারী যে-ই হোক, তাকে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে।’

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবি, এ ধরনের মন্তব্য শুধু ছাত্রীদের মর্যাদাহানিই নয়, সমগ্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই দ্রুত অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।