ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

চবির সংঘর্ষে গ্রেপ্তার ৮

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:০৮ পিএম
আটক হওয়া আট জন। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযানে আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিন জন এজাহারভুক্ত এবং পাঁচ জন তদন্তে চিহ্নিত আসামি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ জানান, মামলার পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আট জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিরা হলেন মো. ইমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২) ও রাসেল প্রকাশ কালো রাসেল (৩০)।

তদন্তে প্রাপ্ত আসামিরা হলেন: মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও প্রায় এক হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার বাদী ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান আব্দুর রহিম।