বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর পটপরিবর্তনের আগে পর্যন্ত প্রায় ৬ হাজার ২০০ সাংবাদিককে ৪৮ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ভিন্ন মতের সাংবাদিক মাত্র ২০ জন, খুব বেশি হলে ৫০ জন হতে পারে।’
তিনি বলেন, “ভিন্ন মত বলতে আমি বোঝাতে চাইছি, জাতীয়তাবাদী ও ইসলামপন্থি মতাদর্শের সাংবাদি—যারা বর্তমান পটপরিবর্তনের পর কিছুটা ভালো সময় পার করছেন। উদাহরণ হিসেবে বলি, ‘নয়াদিগন্ত’ একটি প্রথম সারির পত্রিকা, সেখান থেকে আমি মাত্র একজনকে এই সহায়তার তালিকায় পেয়েছি। অর্থাৎ বিগত সময়ের সহায়তা বণ্টনে এক ধরনের দৃষ্টিভঙ্গি কাজ করেছে।”
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার ২৩ জন এবং ফেনী জেলার ১ জন সাংবাদিককে অনুদানের চেক প্রদান করা হয়।
এম আব্দুল্লাহ আরও বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কাজ শুধু চেক বিতরণেই সীমাবদ্ধ ছিল। দায়িত্ব নেওয়ার পর আমরা সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান শুরু করেছি, জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবারকে সহায়তা দিয়েছি, আহতদের পাশে দাঁড়িয়েছি।’
এ ছাড়াও তিনি জানান, প্রবীণ পেশাদার সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার প্রস্তাবনা চলছে এবং শিগগিরই তা বাস্তবায়নের আশা করা হচ্ছে। এখন পর্যন্ত ৯২২ জন গুরুতর অসুস্থ সাংবাদিক (যেমন—ক্যান্সার, হৃদরোগ, কিডনি সমস্যায় আক্রান্ত) সহায়তা পেয়েছেন। রমজানে আর্থিক সীমাবদ্ধতা থাকা প্রায় ১৫০০ সাংবাদিককে ইফতার ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
এম আব্দুল্লাহ বলেন, ‘বিগত ফ্যাসিস সরকার দায়িত্বে থাকার সময় যেসব এলাকায় বিএনপির প্রভাব ছিল, জাতীয়তাবাদের আধিপত্য ছিল—সেসব জেলায় উন্নয়ন বা কল্যাণমূলক কাজ মঞ্চ নাটকে পরিণত হয়েছিল। সেসব এলাকার আবেদন দেখলেই ছুড়ে ফেলে দেওয়া হতো। লক্ষ্মীপুর, বৃহত্তর নোয়াখালীর মতো জাতীয়তাবাদী অধ্যুষিত এলাকাগুলো দীর্ঘদিন অবহেলার শিকার হয়েছে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।