ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উদ্যোগে কার্ডিয়াক অ্যারেস্ট ও সিপিআর বিষয়ক কর্মশালা

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৮:১৪ পিএম
শহীদ আনোয়ার স্কুল ও কলেজে কার্ডিয়াক অ্যারেস্ট ও সিপিআর বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত। ছবি- সংগৃহীত

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উদ্যোগে স্কুল ও কলেজে কার্ডিয়াক অ্যারেস্ট ও সিপিআর বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) ‘জীবন রক্ষার শিক্ষা নিন-সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা’ শহীদ আনোয়ার স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়।

হাতে-কলমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ ও কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে ৯৮ ভাগ মানুষ কার্ডিয়াক অ্যারেস্ট ও সিপিআর সম্পর্কে জানেন না। তাই হঠাৎ কেউ কার্ডিয়াক অ্যারেস্ট আক্রান্ত হলে চিকিৎসার অভাবে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যুবরণ করেন। আকস্মিক এই মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে তাৎক্ষণিকভাবে সিপিআর প্রদান সম্পর্কে জ্ঞান থাকা অত্যাবশ্যক। এ প্রশিক্ষণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি স্কুল কলেজের শিক্ষাক্রমে এই বিষয় অন্তর্ভুক্ত করার জন্য মত প্রকাশ করেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষ‌ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এই কার্যক্রম শুরু করেছে।

শহীদ আনোয়ার স্কুল ও কলেজের প্রিন্সিপাল কর্নেল মুহাম্মদ সাদিক মাহমুদের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার ডা. সাইদুর রহমান এবং মুখ্য আলোচক ও প্রশিক্ষক হিসেবে ছিলে কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মহসীন আহমদ।

দুই শতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী এই কর্মশালায় অংশ নেন এবং হাতে কলমে প্রশিক্ষণ নেন।