ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

পূবালী ব্যাংক পিএলসি ও সফটওয়্যার শপ লিমিটেডের মধ্যে চুক্তি সই

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:০৮ এএম

পূবালী ব্যাংক পিএলসি ও সফটওয়্যার শপ লিমিটেডের মধ্যে ঝবঃঃষবসবহঃ ইধহশ চধৎঃহবৎংযরঢ় রহ ঘচঝই (ঘধঃরড়হধষ চধুসবহঃ ঝরিঃপয ইধহমষধফবংয) চষধঃভড়ৎস সংক্রান্ত সমঝোতা স্মারক সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক হস্তান্তর করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ও সফটওয়্যার শপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। সমঝোতা স্মারক অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন।