ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ড. কামাল হোসেন  হাসপাতালে ভর্তি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:৪৪ এএম

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও শারীরিক কিছু সমস্যা নিয়ে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে এ কথা জানান। তিনি জানান, কামাল হোসেনকে গত রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে তার শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি আগের চেয়ে ভালো আছেন। কামাল হোসেনের পক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।