বহু প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছয় কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ভিপি (সভাপতি) পদে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টা পর্যন্ত ইউল্যাব স্কুল, সিনেট ভবন, কার্জন হল, ভূতত্ত্ব বিভাগ, টিএসসি ও শারীরিক শিক্ষা কেন্দ্র- এই ছয়টি কেন্দ্রের ভোটগণনা সম্পন্ন হয়। এসব কেন্দ্রে সাদিক কায়েম পেয়েছেন ১০,৭৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪,৩৩৮ ভোট।
তৃতীয় অবস্থানে রয়েছেন উমামা ফাতেমা, যিনি ২,৫৬০ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ২,২৪৯ ভোট এবং আব্দুল কাদের পেয়েছেন ৭৩৬ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ছয় কেন্দ্রের ফল অনুযায়ী এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের এস এম ফরহাদ, যিনি পেয়েছেন ৭,৫২৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামিম পেয়েছেন ৩,৬৯৬ ভোট। আবু বাকের মজুমদার এখন পর্যন্ত ১,৬৫৩ ভোট পেয়েছেন।
এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে এগিয়ে আছেন মহিদ্দিন খান (ছাত্রশিবির), যিনি পেয়েছেন ৮,১৪৩ ভোট। ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৩,৯২৪ ভোট এবং তাহমীদ আল মোদ্দাসসীর চৌধুরী পেয়েছেন ১,৭৮৯ ভোট।
এখনো কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। চূড়ান্ত ফলাফলে পাল্টে যেতে পারে চিত্র, তবে প্রাথমিকভাবে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে ছাত্রশিবিরের প্যানেল।