ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

শাপলা কলি প্রতীক দিয়ে বুঝিয়েছে এনসিপি বাচ্চাদের দল: সামান্তা শারমিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১২:৩৪ পিএম
সামান্তা শারমিন। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) শাপলা কলিকে প্রতীক হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত করায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

তিনি অভিযোগ করেন, প্রতীকের মাধ্যমে ইসি বুঝিয়েছে-এনসিপি ‘বাচ্চাদের দল’।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, কোনো আইনি কারণ বা ব্যাখ্যা ছাড়া শাপলা প্রতীকের বদলে শাপলা কলি দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক দলগুলোর তৈরি করা ‘আমরা এখনও পরিপক্ব নই’-এমন ন্যারেটিভকে ইসি শক্তিশালী করেছে। ‘সরকারি কাগজের মাধ্যমে যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাওয়া হচ্ছে, তা নতুন প্রজন্মের ওপর কাজ করবে না,’-বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা শাপলা চেয়েছিলাম, কিন্তু দেওয়া হয়েছে শাপলা কলি। কোনো সাংবিধানিক বা আইনি ব্যাখ্যা নেই। প্রশ্ন হলো-শাপলা কলি দেওয়া গেলে শাপলা দিতে সমস্যা কোথায়? তার অভিযোগ, এর মাধ্যমে ইসি ইচ্ছাকৃতভাবে বৈষম্য সৃষ্টি করেছে।

এ সময় এনসিপির এই নেত্রী দাবি করেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, ডা. খালেদ সাইফুল্লাহ প্রমুখ। সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ‘জমিদারি আচরণ’ করছে এবং শাপলাই এনসিপির প্রতীক হওয়া উচিত।

সেমিনারের সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।