ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ৭৪২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। হলটিতে ৩৩৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার পর এ ফলাফল ঘোষণা করা হয়।
এ হলে আবিদুল ইসলাম ২২৭, কাদের ৬৪, উমামা ২২৩ ভোট পেয়েছেন।
জিএস পদে আরাফাত ৩৫৮, ফরহাদ ৫৯৫, হামীম ২২৯, বাকের ৯৩ও মেঘ পেয়েছেন ৩১২ ভোট।
এছাড়া এজিএস পদে মহিউদ্দিন খান ৬৩৩, মায়েদ ২৩৭, তাহমীদ ২০৯, আশরেফা ৬২ এবং জুবেল ৯৩ ভোট পেয়েছেন।