ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফলাফল ঘোষণায় দেরির পরিণতি ‘গুজবের রজনী’

মেহেদী হাসান খাজা
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:১৫ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায়। তবে রাত ৩টা পর্যন্ত ফলাফল ঘোষণা করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোটা দেশ এ নির্বাচনের খবর জানতে অপেক্ষায় থাকে। ফলাফল ঘোষণায় অতিরিক্ত দেরি হওয়ায় গভীর রাত পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য ছড়াতে থাকে। ফেসবুকে মনগড়া ফলাফলের তথ্য ছড়িয়ে দেয় বিভিন্ন চক্র। অনেকে ঘোষিত ফলাফলের আদলে রিটার্নিং অফিসের প্যাডে ভুয়া নাম বসিয়ে ইচ্ছামতো প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন। কেউ কেউ বিভিন্ন কেন্দ্রে কে কত ভোট পেয়েছেন তা ছড়াতে থাকেন। মূলত সন্ধ্যার পর থেকেই চলতে থাকে নানা গুজব। নেটিজেনদের অনেকে এটিকে ‘গুজবের রজনী’ হিসেবে আখ্যা দেন। 

এমন পরিস্থিতিতে ডাকসু নির্বাচনের ভোট গণনায় বেশি সময় লাগার কারণ ব্যাখ্যা করেন ঢাবি অধ্যাপক এস এম শামীম রেজা। এর আগে ২০১৯ সালের মার্চ মাসের ডাকসু নির্বাচনে গভীর রাতে ঘোষিত ফলাফলে ভিপি হিসেবে নির্বাচিত হন কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর। সেই রাতও গুজবের রজনীতে পরিণত হয়েছিল বলে ফেসবুকে মন্তব্য করেন অনেকে। 

এদিকে এবারের ডাকসুর নির্বাচন কমিশন সূত্র জানায়, গতকাল রাত ২টার পরও ভোট গণনার কাজ চলে। এক কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স খোলা হয়েছে ৫টারও পর। তার আগে অতিরিক্ত থাকা খালি ব্যালট সিলগালা করতে হয়েছে। এরপর ভোটগ্রহণ করা ব্যালটগুলো সাজানোর কাজ ম্যানুয়ালি করেছেন কেন্দ্রে থাকা স্বল্পসংখ্যক কর্মকর্তারা। এতে অনেক সময় লেগেছে। তিনি আরও জানান, মেশিনে ওএমআর ব্যালট স্ক্যানিং শুরু হয়েছে রাত ৮টার দিকে। এর পর থেকে গণনা চলছে। মেশিনে গণনার পর তা আবার লিস্টে তোলার কাজ রয়েছে। এতসংখ্যক ব্যালট, এত প্রার্থীÑ সবার ভোটের ব্যালট প্রস্তুত করাটাই চ্যালেঞ্জিং।

‘লাইলাতুল গুজব’ লিখে স্ট্যাটাস উমামা ফাতেমার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে দুই শব্দের এক রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন। গতকাল সারা দিন ভোটগ্রহণ শেষে রাতে গণনাকালে তিনি এই স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে উমামা লেখেন, ‘লাইলাতুল গুজব’। তিনি এই স্ট্যাটাসে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে কমেন্ট সেকশনে নানাজন মন্তব্য করছেন।

ভোট গণনায় সময় লাগার কারণ ব্যাখ্যা দেন অধ্যাপক শামীম রেজা: ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় বেশি সময় লাগার কারণ জানান উদয়ন স্কুল কেন্দ্রের কেন্দ্রপ্রধান অধ্যাপক এস এম শামীম রেজা। ভোট গণনার প্রক্রিয়া চলার মধ্যে গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই কেন্দ্রে চারটি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। প্রথমে হল সংসদের ভোটের ব্যালটগুলো স্ক্যানিং (যাচাই-বাছাই) করা হচ্ছে। একই সঙ্গে ডাকসুর ব্যালটগুলোর মধ্যে একটির স্ক্যানিং করা হয়েছে।’ সে সময় তিনি বলেন, ‘কিন্তু আমরা এখনো কাউন্টে (গণনা) যাইনি, যেটা আগে আমরা আপনাদের বলেছি। আমরা (হল সংসদের ব্যালট) স্ক্যানিং শেষ করেছি।’

অধ্যাপক এস এম শামীম রেজা আরও বলেন, ‘ডাকসুর ব্যালটগুলোর ভেতরে একটার স্ক্যানিং শেষ করেছি।...একটা প্রক্রিয়াজাত চলছে।...আর দুইটা আমাদের স্ক্যানিং করা বাকি। আবারও বলছি, আমরা কিন্তু কাউন্টিংয়ে (গণনা) যাইনি।...সেই হিসাবে আমাদের যারা প্রযুক্তির দায়িত্বে আছেন, তাদের কথায় মনে হচ্ছে, আরেকটু সময় লাগবে। মাঝরাত পার হতে পারে।’

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, ‘এটা টেকনিক্যাল-এর (প্রযুক্তিগত ত্রুটি) নয়। যারা এই প্রযুক্তি ব্যবহার করেন, তারা জানেন এ ধরনের ক্ষেত্রে প্রথমে পরীক্ষামূলকভাবে (টেস্ট রান) চালিয়ে দেখতে হয়। একটা স্যাম্পল ম্যাপ...। সেই স্যাম্পলটা আমরা ম্যানুয়ালি সেটা হিসাব করি। এরপর ওনারা প্রযুক্তিগতভাবে একাধিকবার করে দেখেন যে এটা ঠিক আছে কি না।’

‘আমরা তো (ভোটগ্রহণ) শেষ করলাম ৪টায়। এরপর আমাদের সব ব্যালট বাক্স আনতে হলো একটি কেন্দ্রীয় জায়গায়। এ জায়গাতে প্রায় ৫টার ওপরে বেজে গেল।...এরপর এগুলো প্রক্রিয়াজাত করতে হচ্ছে, বের করতে হচ্ছে এবং বড় একটা সময় যাচ্ছে বাছাই করতে (শর্ট অফ) করতে। কারণ, এগুলো (ব্যালট) সোজা... বিভিন্নভাবে দেওয়া হয়েছে।...এর পর থেকে আমরা বিরতিহীনভাবে...।’

এর আগে গতকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে গণনার প্রক্রিয়া শুরু করেন নির্বাচনি কর্মকর্তারা। ভোট গণনা শেষে গভীর রাতে সিনেট ভবন থেকে ফলাফল ঘোষণা করা হয়। ডাকসু রিটার্নিং অফিসের তথ্য মতে, নির্বাচনে গড়ে ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে।