ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসুতে জিএস পদে জয়ী এস এম ফরহাদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৮:৫২ এএম
এস এম ফরহাদ। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ১০,৭৯৪ ভোট, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

জিএস পদে ফরহাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পেয়েছেন ৫,২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদ সমর্থিত মেঘমল্লার বসু পেয়েছেন ৪,৯৪৯ ভোট এবং গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বকর মজুমদার পেয়েছেন ২,১৩১ ভোট।

এই ফলাফলের মাধ্যমে ছাত্রশিবির প্যানেল ডাকসুর গুরুত্বপূর্ণ দুটি পদে (ভিপি ও জিএস) বিজয় অর্জন করল।