ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক  শিবলীর মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:০০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহকালে অনলাইনভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’ এর রিপোর্টার ও দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরা প্রতিনিধি তরিকুল ইসলাম শিবলী (৪০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবলী কুমিল্লার বুড়িচং থানার এতবারপুর গ্রামের বাসিন্দা এ কে এম শাহিদুল্লাহর ছেলে। তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। দুই মেয়ে সন্তানের পিতা ছিলেন তিনি। 

শিবলীর সহকর্মী সোহেল রানা জানান, ‘ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী। সে সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে যান তিনি। প্রাথমিকভাবে চিকিৎসকরা বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সাংবাদিক শিবলী।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সাংবাদিক শিবলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথমে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়। বিকেলে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর ও সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়।

সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রূপালী বাংলাদেশের প্রধান সম্পাদক করিম আহমেদ ও সম্পাদক এবং প্রকাশক মো. সায়েম ফারুকী। তারা শিবলীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।