মরুর বুকে এশিয়া কাপের ১৭তম আসরের তৃতীয় ও নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে হংকং। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে রাত সাড়ে আটটায়।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
তবে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নামবে টাইগাররা।
এদিকে আবুধাবির গরমে ফ্লাডলাইটের নিচে দুই দিন অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এশিয়া কাপে আসার আগেও দেশে একটি লম্বা ক্যাম্প করেছেন লিটনরা।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে বাংলাদেশ দল। গত ৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির মধ্যে ৭টিতেই জয় পেয়েছে তারা। এই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে দল।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, ‘আমরা সম্প্রতি খুব ভালো ক্রিকেট খেলেছি। বেশ কিছু দিন ক্যাম্পও করেছি। আমার মনে হয়, ভালোভাবেই প্রস্তুত এশিয়া কাপের জন্য।’
অপরদিকে হংকংয়ের প্রধান কোচ কুশল সিলভা বাংলাদেশের শক্তি সম্পর্কে সচেতন। তিনি বলেন, ‘বাংলাদেশ খুব মানসম্পন্ন দল। ওদের ভালো মানের স্পিনার যেমন আছে, তেমনি ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী।
বাংলাদেশ একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
হংকং একাদশ: জিসান আলী, আংশুমান রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান ছাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মর্তুজা, আইজাজ খান, এসান খান, আয়ূশ শুকলা, আতিক ইকবাল।