ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

চেলসির বিরুদ্ধে ৭৪ নিয়মভঙ্গের অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৬:৩০ পিএম
চেলসি ফুটবল ক্লাবের পতাকা। ছবি- সংগৃহীত

ইংলিশ ফুটবল ক্লাব চেলসির বিরুদ্ধে ৭৪টি নিয়মভঙ্গের গুরুতর অভিযোগ এনেছে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে সংঘটিত এই অভিযোগগুলো মূলত ‘থার্ড পার্টি ইনভেস্টমেন্ট’ এবং এজেন্ট ও মধ্যস্থকারীদের অনিয়মিত ব্যবহার সংক্রান্ত।

অভিযুক্ত সময়কালে ক্লাবটির মালিকানায় ছিলেন রোমান আব্রামোভিচ। এফএ-এর অভিযোগ অনুযায়ী, চেলসি ফুটবল এজেন্ট রেগুলেশনস এবং ‘ওয়ার্কিং উইথ ইন্টারমিডিয়ারিজ’ সম্পর্কিত একাধিক নিয়ম লঙ্ঘন করেছে।

এফএ-এর বিবৃতিতে বলা হয়েছে, ফুটবল অ্যাসোসিয়েশন আজ চেলসি এফসিকে এফএ ফুটবল এজেন্ট রেগুলেশনস-এর নিয়ম J1 ও C2। এফএ-র ‘ওয়ার্কিং উইথ ইন্টারমিডিয়ারিজ’ নিয়ম A2 ও A3 এবং থার্ড পার্টি ইনভেস্টমেন্ট রেগুলেশনস-এর নিয়ম A1 ও B3 লঙ্ঘনের অভিযোগে চার্জ করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, মোট ৭৪টি চার্জ আনা হয়েছে। এই অভিযোগের ঘটনা ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে সংঘটিত হয়েছে, প্রধানত ২০১০/১১ থেকে ২০১৫/১৬ মৌসুমের মধ্যে। চেলসি ক্লাব ১৯ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে এ অভিযোগের জবাব দেবে।

চেলসি ক্লাবকে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে এই অভিযোগের লিখিত জবাব দিতে বলা হয়েছে।