ভারত-নেপাল সীমান্তে প্রায় ৬০ জনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি)। কর্মকর্তারা জানান, তাদের বেশিরভাগ নেপালের নাগরিক, চলমান অস্থিরতায় তারা জেল থেকে পালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া তথ্য অনুযায়ী, গত দুদিনে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের সীমান্ত পয়েন্ট থেকে এসএসবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আটক ব্যক্তিদের মধ্যে দু-একজন নিজেদের ভারতীয় বলে দাবি করেছেন, যা যাচাই করা হচ্ছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এসএসবি ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ অরক্ষিত ভারত-নেপাল সীমান্ত পাহারা দেয়। প্রায় ৫০ ব্যাটালিয়ন এবং প্রায় ৬০ হাজার সদস্য বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ ও সিকিমে মোতায়েন রয়েছে, যেসব রাজ্যের সীমান্ত নেপালের সঙ্গে যুক্ত।
নেপালে বিক্ষোভের প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে এসএসবি। সংস্থাটি নেপালি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে এবং যৌথ টহল চালানোর পাশাপাশি স্বাধীনভাবে পতাকা মিছিলও করছে, যাতে বার্তা দেওয়া যায় যে ভারতীয় বাহিনী নেপালের সাম্প্রতিক পরিস্থিতি থেকে উদ্ভূত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত।
কর্মকর্তারা জানান, বৈধ পরিচয়পত্রধারী দুই দেশের প্রকৃত নাগরিকদের সীমান্ত পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে এবং নেপালকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
এরই মধ্যে বৃহস্পতিবার নেপালের একটি কারাগারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন বন্দি নিহত হয়েছেন। সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর দেশটির দুই ডজনের বেশি কারাগার থেকে প্রায় ১৫ হাজার বন্দি পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, নেপালে সহিংস আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন। এরপর আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী সেনা মোতায়েন করা হয়।