ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

এসএ২০-এর নিলামে রেকর্ড গড়লেন ডেওয়াল্ড ব্রেভিস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৫:৪৯ পিএম
ডেওয়াল্ড ব্রেভিস। ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-এর চতুর্থ আসরের নিলামে নতুন রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস।

তাকে ১ কোটি ৬৫ লাখ র‍্যান্ডে (প্রায় সাড়ে এগারো কোটি টাকা) দলে ভিড়িয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস, যা টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।

গত ৯ সেপ্টেম্বর এসএ২০-এর নিলামে ব্রেভিসকে দলে নিতে প্রথমে ঝাঁপিয়ে পড়ে জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালস। দুই দলের প্রতিযোগিতায় তার দাম ১ কোটি র‍্যান্ড ছাড়িয়ে যায়।

এরপর লড়াইয়ে যোগ দেয় প্রিটোরিয়া ক্যাপিটালস। শেষ পর্যন্ত সব প্রতিপক্ষকে ছাড়িয়ে প্রিটোরিয়া রেকর্ড মূল্যে দলে নেয় এই প্রতিভাবান ক্রিকেটারকে।

সৌরভের চোখে ব্রেভিস

প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এই চড়া দামের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আমি পারফরম্যান্সকে অর্থের সঙ্গে তুলনা করি না।

১ কোটি ৬৫ লাখ র‍্যান্ড একপাশে সরিয়ে রাখলেও, আমার বিশ্বাস, ব্রেভিস একজন অসাধারণ প্রতিভা। স্পিনের বিপক্ষে সে দুর্দান্ত খেলে, যা টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু বিবেচনা করেই তাকে এই দামে নেওয়া হয়েছে।

সৌরভ আরও যোগ করেন, আশা করি সে ভালো করবে। গত দেড় বছরে তার খেলার অনেক উন্নতি হয়েছে, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। ওই সিরিজে সে দেখিয়েছে যে সে একজন ‘গেম-চেঞ্জার’।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই সবচেয়ে বেশি দরকার। আমাদের দলে আন্দ্রে রাসেল এবং শিমরন হেটমায়ারের মতো ক্রিকেটারও আছে, যারা ম্যাচ জেতাতে পারে। আশা করি, ব্রেভিসও একই ভূমিকা পালন করবে।

এদিকে, এসএ২০-এর চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। ৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

প্রিটোরিয়া ক্যাপিটালস ছাড়াও অন্য দলগুলো হলো- কেপটাউন সুপার কিংস, ডারবান সুপার জায়ান্টস, জোবার্গ সুপার কিংস, পার্ল রয়্যালস, এবং সানরাইজার্স ইস্টার্ন কেপ।