ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির ইতিহাস ও উত্তরাধিকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৬:০৯ পিএম
দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ১০ নম্বর জার্সি। এই জার্সির মূল্য শুধু একটি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বহন করে দিয়েগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি পর্যন্ত অসংখ্য কিংবদন্তির গৌরব ও ঐতিহ্য।

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্টুনো এই জার্সি পরে মাঠে নামলে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে, ম্যারাডোনার সেই সোনালি উত্তরাধিকারের ভার এখন কার হাতে?

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি নিয়ে কথা উঠলে প্রথমেই যার নাম আসে, তিনি হলেন দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপ ফাইনালে তার নেতৃত্বে আর্জেন্টিনা শিরোপা জেতে।

‘হ্যান্ড অফ গড’ এবং শতাব্দীর সেরা গোলের মাধ্যমে ম্যারাডোনা ১০ নম্বর জার্সিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেন।

এরপর ১৯৯০ সালের বিশ্বকাপে তিনি প্রায় একক প্রচেষ্টায় দলকে ফাইনালে নিয়ে যান। ম্যারাডোনা কেবল একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন ১০ নম্বর জার্সির এক জীবন্ত প্রতীক।

ম্যারাডোনা পর দীর্ঘ সময় ধরে ১০ নম্বর জার্সির ভার নিয়েছিলেন বেশ কিছু তারকা। এর মধ্যে অ্যারিয়েল অর্টেগা এবং জুয়ান রোমান রিকেলমে অন্যতম। তবে এই জার্সির সম্পূর্ণ সম্মান এবং গৌরব ফিরিয়ে আনেন লিওনেল মেসি।

২০১০ সালে ম্যারাডোনা কোচিংয়ে তিনি প্রথম ১০ নম্বর জার্সি পরে বিশ্বকাপে খেলেন। এরপর ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন এবং গোল্ডেন বল জেতেন।

২০২২ সালে কাতারে বিশ্বকাপ শিরোপা জিতে মেসি ১০ নম্বর জার্সির ইতিহাসের সেই বৃত্ত পূরণ করেন। তিনি প্রমাণ করেন, এই জার্সি বহন করার যোগ্য উত্তরসূরি তিনিই।

মেসি পরবর্তী যুগে ১০ নম্বর জার্সির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। মেসি যখন দলের বাইরে ছিলেন, তখন এই জার্সি পরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লাউতারো মার্টিনেজ-এর মতো খেলোয়াড়।

তবে তরুণদের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ১৭ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্টুনো। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই তাকে ঘিরে প্রত্যাশা বেড়েছে।

সম্প্রতি তিনি ১০ নম্বর জার্সি পরে মাঠে নামায় অনেকেই তাকে মেসির উত্তরসূরি হিসেবে দেখছেন।