২০২৫ এশিয়া কাপের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে হংকংয়ের সংগ্রহ ৬৪ রান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় রাত সাড়ে আটটায়। এ দিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
অপরদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট হাতে মাঠে নামে হংকং। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে হংকং। দলীয় ৭ রানে তাসকিনের বলে প্রথম উইকেট হারায় তারা।
প্রথম উইকেট হারানোর পর ক্রিজে আসেন বাবর হায়াত, ক্রিজে এসে তানজিম হাসান সাকিবকে ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে তার পরের বলেই বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন বাবর হায়াত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে হংকংয়ের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬৪ রান। ক্রিজে ২৮ বলে ২৪ রান নিয়ে খেলছেন জিসান আলী এবং ১৬ বলে ১২ রানে ব্যাট করছেন নিজাকাত খান।
বাংলাদেশের হয়ে বল হতে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।