ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুরে ইভটিজিংয়ের অপরাধে যুবককে ৩ মাসের কারাদণ্ড 

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৯:২৭ পিএম
নীলু ডাকুয়া। ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের কাউখালীতে ইভটিজিং করার অপরাধে নীলু ডাকুয়া (৪৫) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী এক নারীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা এ কারাদণ্ড প্রদান করেন।

নীলু ডাকুয়া উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের মোশারফ ডাকুয়ার ছেলে। 

জানা গেছে, ওই নারীর অভিযোগের ভিত্তিতে দুপুরে উপজেলার মহিলা কলেজের সামনে ঘটনাস্থল থেকে স্থানীয় জনগণ ওই বখাটে যুবককে হাতেনাতে ধরে ফেলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে ওই বখাটে যুবককে ইভটিজিং করার অপরাধে ১৮৬০-এর ৫০৯ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।  

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ওই নারীকে প্রায় সময় বখাটে নীলু ডাকুয়া চলার পথে বিভিন্ন সময় কুপ্রস্তাবসহ ইভটিজিং করতেন। মহিলা বিভিন্ন স্থানে ধরনা দিয়ে কোনো বিচার না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেন।