নীলফামারীতে সরকারি জমির ওপর দোকান নির্মাণ করে অবৈধভাবে ভাড়া উত্তোলনের অভিযোগে মসজিদ কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাজারের ভুক্তভোগী সাত জন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, ভবানীগঞ্জ বাজারে সরকারি খাস জমির ওপর অবস্থিত ভবানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটটি দীর্ঘদিন ধরে মসজিদ কর্তৃপক্ষ ভাড়া দিয়ে আসছে। তারা জানান, মসজিদ কমিটির কাছ থেকে দোকান ঘর ভাড়া নিয়ে প্রায় দুই যুগ ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন তারা।
তাদের অভিযোগ, গত বছরের ২৫ ডিসেম্বর মসজিদ কমিটি পূর্বের মার্কেটটি ভেঙে সেখানে দোতলা বিশিষ্ট নতুন মার্কেট নির্মাণের কথা বলে ব্যবসায়ীদের মালামাল সরিয়ে দোকান খালি করার জন্য নোটিশ দেয়। তখন ১৫ দিনের মধ্যে সাত জন ব্যবসায়ী দোকান খালি করে দেন।
কিন্তু বাস্তবে নতুন মার্কেট নির্মাণ না করে চলতি বছরের ৪ সেপ্টেম্বর পুরনো মার্কেটটিকে সংস্কার করে, লোক দেখানো একটি খোলা ডাকের মাধ্যমে চারটি দোকান নতুনদের নামে বরাদ্দ দেওয়া হয়। এতে জামানত হিসেবে ২৯ লাখ টাকা এবং মাসিক ২১ হাজার টাকা ভাড়ার চুক্তি করা হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের।
ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ওই দোকানে ব্যবসা করেছি। প্রতিশ্রুতি দিয়ে আমাদের দোকান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সেই দোকানগুলো অন্যদের দেওয়া হয়েছে। সরকারি জমিতে নির্মিত দোকান থেকে অবৈধভাবে ভাড়া আদায় করে মসজিদ কমিটির কিছু সদস্য নিজেদের স্বার্থসিদ্ধি করছেন। আমরা আমাদের পুরোনো দোকান ফিরে পেতে চাই।’
অপর ব্যবসায়ী লতিফুর রহমান বলেন, ‘ন্যায়বিচার পাওয়ার আশায় সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছি।’
অভিযোগের বিষয়ে মসজিদ কমিটির সভাপতি অকছেদ আলী বলেন, ‘আমরা রেজুলেশন করেছি, মাইকিং করেছি এবং মসজিদে প্রকাশ্যে ডাকের মাধ্যমে দোকান বরাদ্দ দিয়েছি। ওই ডাকে তারাও অংশ নিয়েছে। এখানে অবৈধ কিছু হয়নি। সবকিছুই মসজিদের স্বার্থে করা হয়েছে, ব্যক্তিস্বার্থে নয়।’
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’