ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

তামান্নার ‘পাগল’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:০২ পিএম
তামান্না হক। ছবি- সংগৃহীত

দেশীয় সংগীতের তরুণ প্রজন্মের গায়িকা তামান্না হক। নিয়মিত গান করছেন তিনি। তারই ধারাবাহিকতায় তিনি নিয়ে এলেন নতুন গান। শিরোনাম ‘পাগল’।

তামান্না হক জানিয়েছেন, এটি মূলত মরমী সাধক লালনের গান। এটির সুরও লালন শাহর করা। সংগীতায়োজন করেছেন কে জি এম রাহাত। তিনি এই গানের র‌্যাপ ভয়েজও দিয়েছেন। লালন সাঁইজীর এই বিখ্যাত গানটি অনেকেই গেয়েছেন। এই গানটি দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

তামান্না বলেন, ‘এই প্রজন্মের দর্শকদের কথা চিন্তা করে নতুন আঙ্গিকে গানটি করে। শ্রোতা-দর্শকদের একটু ভিন্নতা দেওয়ার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, এই প্রজন্মের শ্রোতা-দর্শক এবং আমার গানের ভক্ত যারা, তাদের সবারই এটি ভালো লাগবে। আর তাদের ভালো লাগলেই একজন শিল্পী হিসেবে আমার চেষ্টার সার্থকতা পূর্ণ হবে।’

সম্প্রতি ‘পাগল’ গানটি মিউজিক ভিডিও আকারে মুক্তি পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে।