ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

সুরকার হিসেবে বড়পর্দায় অভিষেক কাজী শুভর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৫:৫২ পিএম
ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো সুরকার হিসেবে চলচ্চিত্রে অভিষেক হলো কণ্ঠশিল্পী কাজী শুভর। পরিতোষ বাড়ৈয়ের জনপ্রিয় উপন্যাস ‘নরক নন্দিনী’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘নন্দিনী’তে তিনটি গানে সুর করার পাশাপাশি দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন সোয়াইবুর রহমান রাসেল। সিনেমার সংগীত পরিচালনা করেছেন রাফি মোহাম্মদ এবং গানগুলোতে লেখা হয়েছে গীতিকার জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈয়ের। সিনেমাটি আগামী ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী শুভ, ছবির নায়িকা নাজিরা মৌ, অভিনেতা ফজলুর রহমান বাবু, অভিনেতা আজম খান, কাহিনীকার পরিতোষ বাড়ৈ ও গীতিকার জাহিদ আকবরসহ আরও অনেকে।

কাজী শুভর বলেন,‘প্রথমবার সিনেমার জন্য গান সুর করেছি, তাই ‘নন্দিনী’ আমার কাছে স্পেশাল। বিষয়টি বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে পরিচালক সোয়াইবুর রহমান রাসেল এবং সংগীত পরিচালক রাফি মোহাম্মদ খুব সহযোগিতা করেছেন। গানগুলোতে অনেক সময় ও মনোযোগ দিয়েছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন বাকিটা দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে। আমি আশা করি গানগুলো সবার কাছে ভালো লাগবে।

ছবিটির ‘পরান পাখি’, ‘যাও ভেসে যাও’ এবং ‘লাল মেম’ গানে সুর করেছেন কাজী শুভ। ‘পরান পাখি’র দুটি ভার্সন করা হয়েছে; একটি নিজে গেয়েছেন, আরেকটি গেয়েছেন সালমা। ‘যাও ভেসে যাও’ গানে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি। ‘লাল মেম’ গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ এবং দোলা। 

সিনেমার মোট পাঁচটি গানের মধ্যে বাকিগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, স্বরলিপি ও দোলা।