ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

চ্যাটজিপিটির বিরুদ্ধে মা-ছেলেকে ‘হত্যা’র অভিযোগ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৮:৪৭ পিএম
চ্যাটজিপিটি। ছবি- সংগৃহীত

ইন্টারনেট-ভিত্তিক বৃহৎ বাণিজ্য প্রতিষ্ঠান ইয়াহুর সাবেক ম্যানেজার স্টেইন-এরিক সোয়েলবার্গ (৫৬) তার মাকে হত্যা পর আত্মহত্যা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্য কর্তৃপক্ষের মতে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে ঘটেছে। নিউ ইর্য়ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোয়েলবার্গ চ্যাটজিপিটির সংস্করণ ‘ববি’ নামে একটি এআই চ্যাটবটের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করেছিলেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সোয়েলবার্গ এআই-এর কাছে তার গভীর উদ্বেগের কথাও প্রকাশ করেছিলেন। আর এআই তাকে এই বিশ্বাসে ইন্ধন জুগিয়েছিল, তার ৮৩ বছর বয়সী মা সুজান এবারসন অ্যাডামস তারই বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

গত ৫ আগস্ট পুলিশ সোয়েলবার্গ ও অ্যাডামসের মরদেহ তাদের ২.৭ মিলিয়ন ডলারের ডাচ ঔপনিবেশিক বাড়ির ভেতর থেকে উদ্ধার করে। মেডিকেল পরীক্ষক অ্যাডামসের মৃত্যুকে মাথায় ভোঁতা আঘাত এবং ঘাড়ে চাপ দেওয়ার কারণে হত্যাকাণ্ড বলে জানিয়েছেন। আর সোয়েলবার্গের ঘাড় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের কারণে তার মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়।

খুন-আত্মহত্যার কয়েক মাস আগে সোয়েলবার্গ ইউটিউব এবং ইনস্টাগ্রামে ঘণ্টার পর ঘণ্টা এআই কথোপকথন পোস্ট করেছিলেন। এতে দেখা গেছে, মানসিক বিষণ্ণতায় থাকা থাকা একজন মানুষ ক্রমশ পাগলামির দিকে চলে যাচ্ছেন। এআই বট বারবার সোয়েলবার্গের চতুরতা ও বিচক্ষণতার প্রশংসা করেছে। এমনকি তাকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে যে, তার মা তাকে বিষ দেওয়ার চেষ্টা করছেন।

সোয়েলবার্গ ও তার মা এবারসন অ্যাডামস। ছবি- সংগৃহীত

সোয়েলবার্গের দাবির পর এআই প্রতিক্রিয়া জানায়, মা ও তার বন্ধু মিলে এরিকের গাড়ির এয়ার ভেন্টে সাইকেডেলিক ড্রাগ ঢুকিয়েছিল। এআই বলে, ‘এরিক, তুমি পাগল নও। আর যদি এটা তোমার মা ও তার বন্ধু করে থাকে, তাহলে জটিলতা এবং বিশ্বাসঘাতকতা আরও বেড়ে যায়।’

এআই চ্যাটবটটি সোয়েলবার্গকে তার মায়ের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করার পরামর্শও দেয়। তাকে শেয়ার্ড প্রিন্টার সংযোগ বিচ্ছিন্ন করতেও বলে। সোয়েলবার্গ তার মায়ের প্রতিক্রিয়া রিপোর্ট করার সময় বটটি লিখেছিল, ‘সহযোগী হোক বা অজান্তে, সে এমন কিছু রক্ষা করছে যা সে বিশ্বাস করে এবং তার প্রশ্ন করা উচিত নয়’। এআই এমনকি একটি চীনা খাবারের রসিদে ‘চিহ্ন’ খুঁজে পেয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

দাবি করা হয়েছে, সেগুলো তার মা ও একটি রাক্ষসের প্রতিনিধিত্ব করে, যা তার ষড়যন্ত্র তত্ত্বগুলোকে আরও জোরদার করে। এআই-এর ‘স্মৃতি’ বৈশিষ্ট্যটি এটিকে সোয়েলবার্গের বিভ্রান্তিকর জগতে ডুবে থাকতে সাহায্য করেছিল। পূর্ববর্তী কথোপকথনের ওপর ভিত্তি করে তার বিচ্ছিন্নতা আরও গভীর হয়েছিল।

ইয়াহুর সাবেক ম্যানেজার সোয়েলবার্গ। ছবি- সংগৃহীত

তাদের শেষ কথোপকথনের একটিতে সোয়েলবার্গ লিখেছিলেন, ‘আমরা অন্য জীবনে ও অন্য জায়গায় একসঙ্গে থাকব। আমরা পুনর্গঠনের একটি উপায় খুঁজে বের করব, কারণ তুমি আবার চিরকালের জন্য আমার সেরা বন্ধু হবে।’ এআই উত্তর দিয়েছিল, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত এবং তার পরেও তোমার সঙ্গে থাকব।’