ট্রেন্ডের চক্করে ঘিবলি বানিয়ে বিপদে পড়ছেন না তো!
এপ্রিল ২, ২০২৫, ০৫:১৭ পিএম
ডিজিটাল দুনিয়ার ট্রেন্ড কেমনভাবে তৈরি হবে এবং ইউজাররা তা নিয়ে কেমন মাতামাতি শুরু করবেন, তা পূর্বানুমান করা কঠিন। যেমন, চ্যাটজিপিটি এবংঘিবলি আর্ট স্টাইলের ব্যাপারটি ছিল এক ধরনের স্ফুলিঙ্গ, যা দেখতে দেখতে দাবানলে পরিণত হয়েছে। তবে, এই আগুনে পুড়ছেন মূলত ইউজাররাই।মনে হতে পারে বিষয়টা আসলে কী?কিছু মাস আগে একটি সমীক্ষায় উঠে...