বিশ্বের শীর্ষ ধনী এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান।
অভিযোগ রয়েছে, নিজের সুবিধার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবসা নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন মাস্ক। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, টেসলার কর্ণধার ইলন মাস্কের বিরুদ্ধে অসৎ কৌশল ব্যবহারের অভিযোগ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই।
গত বছর ওপেনএআই-এর নির্বাহী পরিচালক স্যাম অল্টম্যানের বিরুদ্ধে কোম্পানির কর্পোরেট কাঠামো পরিবর্তন বন্ধ করার জন্য মামলা করেছিলেন মাস্ক। তিনি ওপেনএআইয়ের প্রতিষ্ঠাকালীন একজন সদস্য।
তবে, ২০১৮ সালে মাস্ক প্রতিষ্ঠানটি ছেড়ে দেন। পাল্টা এই মামলাটি সিলিকন ভ্যালির দুই প্রভাবশালী ব্যক্তির মধ্যকার লড়াইয়ে নতুন উত্তেজনা তৈরি করলো।
স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, ইলন মাস্ক ওপেনএআইকে তার ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেয়ার দুর্নীতিমূলক কৌশল অবলম্বন করছে। তাকে থামাতে আমরা পাল্টা মামলা করেছি।
উল্লেখ্য, গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের এক ফেডারেল বিচারক ২০২৬ সালের মার্চে এই মামলার বিচারের তারিখ নির্ধারণ করেছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন