ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

পূর্ণতার ‘আয়োজন’ দিয়ে জুটি হলেন জেবা-সিয়াম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৬:৩৯ পিএম
দর্শকপ্রিয় দুই মুখ সিয়াম মৃধা ও জেবা জান্নাত। ছবি- রূপালী বাংলাদেশ

‘আয়োজন’ শিরোনামে একটি মিউজিক ভিডিও নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় দুই মুখ সিয়াম মৃধা ও জেবা জান্নাত। গানটি পরিচালনা করেছেন নির্মাতা মো. সোহেল খান।

‘করে এত আয়োজন বলোনাগো প্রিয়জন, কাঁদাবে আমায় তুমি ছিল কি তা প্রয়োজন’ এমন কথামালার এই গানটি লিখেছেন আল আমিন জোমদ্দার সবুজ।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী শামসুন্নাহার পূর্ণতা, একই সঙ্গে তিনি গানটিতে অভিনয়ও করেছেন। মিউজিকে ছিলেন আকাশ মাহমুদ। কোরিওগ্রাফিতে প্রিন্স খান।

গত ২৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় মিউজিক ভিডিওটি এজেএম ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে রিলিজ হয়। এর মধ্যে গানটির ভিউয়ারের সংখ্যা প্রায় অর্ধলক্ষ ছাড়িয়েছে।

গানটির প্রসঙ্গে অভিনেত্রী জেবা জান্নাত বলেন ‘আল আমিন ভাইয়া গানটা অনেক সুন্দর লিখেছেন। স্যাড রোমান্টিক ঘরানার গানের লিরিক্সটাও অনেক ভালো ছিল আর পূর্ণতা অসাধারন গেয়েছেন। ডিরেক্টরের মেকিং আর আমার কো-আর্টিস্ট সিয়ামের সুন্দর অভিনয় গানটিকে প্রাণবন্ত করেছেন। আমিও চেষ্টা করেছি আমার সেরা অভিনয়টা দিতে ইনশাআল্লাহ গানটা বেশ জনপ্রিয়তা পাবে।’

অভিনেতা সিয়াম মৃধা বলেন, ‘পূর্ণতা খুব ভালো গান গায়। তার সঙ্গে এটা আমার প্রথম কাজ, গানটিতে সে আর্টিস্ট হিসেবেও কাজ করেছে। জেবার সঙ্গেও এটা আমার প্রথম মিউজিক ভিডিওর কাজ। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা আমার জন্য।’

স্যাড গান গাইতে ভালো লাগে জানিয়ে কণ্ঠশিল্পী শামসুন্নাহার পূর্ণতা বলেন, ‘মানুষ যখন বিষন্নতায় থাকে, ভালো না লাগে তখন স্যাড গান গায়। আমার যখন খারাপ লাগে তখন স্যাড গান গেয়ে আমি বেটার ফিল করি। আশা করি, গানটি দর্শক ভালো ভাবেই নিবেন।’