বাংলাদেশে যত ভালো কাজ ও যত উন্নয়ন হয়েছে, সব বিএনপির সময় হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শুক্রবার নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথার বাইপাস সড়ক মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়ে শুরু করেছিলেন। এখন তারেক রহমান দিয়েছেন ৩১ দফা। যে ৩১ দফার মধ্যে আছে, যদি বিএনপি জনগনের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করে তাহলে প্রথম ১৮ মাসে ১ কোটি যুবককে চাকরি দেবেন। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রত্যেকটি সুবিধা যাতে বাংলাদেশের জনগণ সমানভাবে পায় সেই উদ্যোগের কথা বলা আছে।
বিএনপির প্রতিষ্ঠাতাবার্ষিকীর গুরুত্ব তুলে তিনি বলেন, আমার সামনে শত শত মানুষ আছেন, যারা শহীদ জিয়াকে দেখেননি এবং যারা খালেদা জিয়াকে চেনেন না। তাদেরকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। যার জন্য আমরা প্রতি বছর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি। কারণ এই প্রকৃত ইতিহাস গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী না, এই দিনটি হচ্ছে বাংলাদেশের নবজাগরণ ও নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা এবং সার্ভভৌমত্ব প্রতিষ্ঠার দিন।
শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশের মাটিতে আর কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না। আমরা এই দেশের মাটিতে একটি নতুন রাজনীতি দেখতে চাই। যেখানে কোনো গুম-খুন হবে না, কোনো নারী ধর্ষণের শিকার হবে না। আমরা বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত দেখতে চাই। এই নতুন দিগন্তের সুচনা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, আমাদের এই দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে, যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য। তাই আমাদের সকলকে সাবধান থাকতে হবে। দেশে একটি স্বচ্ছ সংসদ চাই। সেই সংসদের এমপিরা জনগণের চাওয়া-পাওয়া ও বাংলাদেশের জন্য কাজ করবে। অন্য কোনো দেশের হয়ে কাজ করবে না।