ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

এ দেশে শিল্পীদের মূল্যায়ন হয় না: আহমেদ শরীফ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:০৩ পিএম
আহমেদ শরীফ। ছবি- সংগৃহীত

‘সাড়ে আট শ সিনেমায় অভিনয় করার পরও ঢাকায় আমার বাড়ি-গাড়ি নেই। যখনই ঢাকা আসতে হয়, হোটেলে উঠি। চলচ্চিত্রের মানুষরা ভালো নেই। সিনেমা ও হলের সংখ্যা কমে গেছে। অনেকে ঠিকমতো খেতে পারছে না, তবে তারা মুখ ফুটে কেউ বলতে পারে না। শিল্পীরা কষ্ট করবে, কিন্তু কিছু মুখ ফুটে বলবে না। এটাই একজন শিল্পীর চরিত্র। দেশে থাকলে আজ ভিক্ষা করে খেতে হতো। কারণ এ দেশে শিল্পীদের যথাযথ মূল্যায়ন হয় না।’ আক্ষেপ নিয়ে কথাগুলো জানিয়েছেন জনপ্রিয় সিনেমার অভিনেতা আহমেদ শরীফ।

রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকাই সিনেমার প্রয়াত শিল্পীদের স্মরণে এফডিসিতে শোকসভার আয়োজনে এসব কথা বলেন তিনি।

অনেক শিল্পী বাধ্য হয়ে বিদেশে চলে যাচ্ছেন, উল্লেখ করে আহমেদ শরীফ বলেন, ‘আজ আমি দেখছি, অনেক শিল্পী দেশের বাইরে চলে যাচ্ছেন। শুধু ফিল্ম নয়, টেলিভিশনেরও অনেক শিল্পী চলে যাচ্ছেন। কারণ দেশে আনন্দ-বিনোদন বা নিশ্চিন্ত থাকারও সুযোগ নেই। আমরা চাই দেশ ভালো হোক, সবার মঙ্গল হোক।’

‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ ব্যানারে এই উদ্যোগের নেপথ্যে ছিলেন শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি মাসুম পারভেজ রুবেল, সহ-সাধারণ সম্পাদক আরমান, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যোকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্নু, রুমানা ইসলাম মুক্তি, সনি রহমান এবং অভিনেতা শিবা শানু।

প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির ছিলেন বাংলা চলচ্চিত্রের নতুন-পুরাতন অনেক শিল্পী। দীর্ঘ সময় পর তারকাদের পদচার্য্যে মুখরিত হয় এফডিসি।