এ দেশে শিল্পীদের মূল্যায়ন হয় না: আহমেদ শরীফ
সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:০৩ পিএম
‘সাড়ে আট শ সিনেমায় অভিনয় করার পরও ঢাকায় আমার বাড়ি-গাড়ি নেই। যখনই ঢাকা আসতে হয়, হোটেলে উঠি। চলচ্চিত্রের মানুষরা ভালো নেই। সিনেমা ও হলের সংখ্যা কমে গেছে। অনেকে ঠিকমতো খেতে পারছে না, তবে তারা মুখ ফুটে কেউ বলতে পারে না। শিল্পীরা কষ্ট করবে, কিন্তু কিছু মুখ ফুটে বলবে না। এটাই একজন...