ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

‘৪৭-এ পূর্ব পাকিস্তান না হলে বাংলাদেশের জন্মই হতো না’

ববি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:৫১ পিএম
ববির কীর্তনখোলা হলে ‘নতুন বাংলাদেশ প্রশ্নে মীমাংসা সিলসিলা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

‘১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান না হলে আজকের বাংলাদেশও জন্ম হতো না। তখন আমরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের মতো অবস্থায় থাকতাম।’ এমন মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে ‘নতুন বাংলাদেশ প্রশ্নে মীমাংসা সিলসিলা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শরীফ ওসমান হাদী বলেন, ‘১৯৪৭ আমাদের মুক্তির প্রথম ধাপ। অথচ ইতিহাসে এটিকে শুধু দেশভাগ হিসেবে শেখানো হয়। কিন্তু বাস্তবে এটি ছিল আজাদির শুরু। কাশ্মিরের দিকে তাকান, ১৯৪৭ সালেই তারা ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, আজও তারা মুক্তি পায়নি।’

তিনি বলেন, ‘আমাদের দেশে ইতিহাস শেখানো হয় নিরপেক্ষ কোনো অ্যাকাডেমিক বিষয় হিসেবে। কিন্তু ইতিহাস আসলে রাজনীতির বিষয়। যে ক্ষমতায় থাকে, যে জয়ী হয়, ইতিহাস তাকেই কেন্দ্র করে লেখা হয়। গত ১৬ বছর ধরে দেখা গেছে কোনো ভিন্নমত প্রকাশ করলেই তাকে রাজাকার আখ্যা দেওয়া হয়।’

সংস্কৃতি প্রসঙ্গে হাদী বলেন, ‘আমাদের সমাজে সংস্কৃতি মানেই কবিতা, গান, নাচ মনে করা হয়। কিন্তু সংস্কৃতি হলো জীবনযাপন, আমরা কীভাবে কথা বলি, চলাফেরা করি। সভ্যতা আর সংস্কৃতিকে এক করে ফেলা হয়েছে। সভ্যতা হলো আমরা কী কী অর্জন করেছি, আর সংস্কৃতি হলো সেই অর্জনের ভেতরে আমাদের নিজস্ব চর্চা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক মুক্তি এসেছে, কিন্তু সাংস্কৃতিক মুক্তি আসেনি। যতদিন না সাংস্কৃতিক বিজয় নিশ্চিত হচ্ছে ততদিন রাজনৈতিক বিজয়ও টেকসই হবে না। আমাদের নতুন সাংস্কৃতিক বয়ান তৈরি করতে হবে। নিজের মনস্তত্ত্ব দাঁড় করাতে হবে।’

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল।

এ ছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাসিবুল হোসেনসহ অন্যরা।